এক নজরে চুয়াডাংগা জেলা কারগার
চুয়াডাংগা জেলা কারাগারটি ১৯১৩ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে ১৯৮৪ সালে সাবজেলটি জেলা কারাগার হিসেবে উন্নীত হয়। চুয়াডাংগা জেলার প্রানকেন্দ্রে প্রতিষ্ঠিত এই কারাগারটিতে বন্দী সংকুলান না হওয়ায় পরবর্তীতে শহরের অদূরে প্রায় ৫ কি: মি: দূরে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে চুয়াডাংগা পৌরসভার ১ নং ওয়ার্ডে ভিমরুল্লাহ নামক গ্রামে নতুন আংগিকে কারাগারটি ২১ শে সেপ্টেম্বর ২০০৭ শুভ উদ্ভোদন এর মাধ্যমে চালু করা হয়।চুয়াডাংগা জেলা কারাগারের জমির পরিমান ৯.৫০একর।কারাভ্যন্তরে ৪.৫০ একর এবং বাহিরে ৫.০০ একর। বন্দির ধারন ক্ষমতা ৩০০ জন এর মধ্যে পুরুষ ২৬৪ জন, মহিলা ৩৬ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS