Wellcome to National Portal

চুয়াডাংগা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার







ক্রমিক নং

বিষয়

সর্বশেষ হালনাগাদের তারিখ

মন্তব্য

01

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)

24.09.2024


























গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেল সুপারের কার্যালয়

চুয়াডাঙ্গা জেলা কারাগার।

www.prison.chuadanga.gov.bd


সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)

1.       ভিশন ও মিশন


ভিশনঃ ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’।


মিশনঃ বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা, কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দিদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ করা, যথাযথ ভাবে বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবিদের সাথে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসেবে সমাজে পূনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রেষণা ও প্রশিক্ষণ প্রদান করা ।


2. প্রতিশ্রুতি সেবাসমূহঃ


2.1) নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম, পদবি, ফোন ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

ক.বন্দি সংক্রান্ত প্রদত্ত সেবা সমূহ

1.

বন্দিদের আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ;

(ক) সাধারণ হাজতী বন্দি

জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রতি ১৫(পনের)দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে বন্দি প্রতি ০১ (এক) জন করে দর্শনার্থী সাক্ষাত করতে পারেন।   

কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন দাখিল।

বিনামুল্যে

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ১ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

(খ) সাধারণ কয়েদী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দি     

জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ০১(এক) মাস অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে বন্দি প্রতি ০১ (এক) জন করে দর্শনার্থী সাক্ষাত করতে পারেন।               

কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন দাখিল।

বিনামুল্যে

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ১ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com


(গ) ডিভিশন প্রাপ্ত বন্দি

জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ০১(এক) মাস অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে।

১। নির্ধারিত ফরমে/সাদা কাগজে

    আবেদন

২। প্রত্যেক সাক্ষাত প্রার্থীর এক কপি

    পাসপোর্ট সাইজের ছবি

৩। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৪। সাক্ষাত প্রার্থীদের মোবাইল নম্বর

বিনামুল্যে

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ২ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

(ঘ) জঙ্গী, টপটেরর ও অন্যান্য স্পর্শকাতর বন্দি

জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রতি ১৫(পনের)দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে বন্দি প্রতি ০১ (এক) জন করে দর্শনার্থী সাক্ষাত করতে পারেন।

১। নির্ধারিত ফরমে/সাদা কাগজে

    আবেদন

২। প্রত্যেক সাক্ষাতপ্রার্থীর এক কপি

    পাসপোর্ট সাইজের ছবি

৩। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৪। সাক্ষাত প্রার্থীদের মোবাইল নম্বর

বিনামুল্যে

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ৩ ঘন্টা

জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

(ঙ) ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দি

জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রতি ১৫(পনের)দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে বন্দি প্রতি ০১ (এক) জন করে দর্শনার্থী সাক্ষাত করতে পারেন।

১। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/

    আদালতের অনুমোদনপত্র

২। প্রত্যেক সাক্ষাতপ্রার্থীর এক কপি

    পাসপোর্ট সাইজের ছবি

বিনামুল্যে  

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ৩ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

(চ) বন্দির আইনজীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ

জেল সুপার যৌক্তিক কারণে যে কোন সময়ের ব্যবধানে আইন জীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন।

নির্ধারিত ফরমে আবেদন

বিনামুল্যে

আবেদনপত্র দাখিলের  পর সর্বোচ্চ ১ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

২.            

বন্দিদের খাবারের ব্যবস্থা করণ

আদালত হতে আগত বন্দিদের শ্রেনী বিন্যাস করত: বন্দীদের ধরণ অনুযায়ী স্কেল মোতাবেক খাবার প্রদান

--

বিনামুল্যে

প্রতিদিন

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

3.

বন্দিদের পোশাকের ব্যবস্থা করণ               

আদালত হতে আগত বন্দীদের শ্রেনী বিণ্যাস করতঃ সশ্রম কয়েদী/ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত পোশাকের ব্যবস্থা গ্রহণ করা হয়। কোন হাজতী/বিনাশ্রম  সাজাপ্রাপ্ত বন্দীর পোশাকের স্বল্পতা থাকলে স্থানীয় ব্যবস্থাপনায় তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।

--

বিনামুল্যে

প্রতিদিন

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

4.

বন্দিদের যথাযথ আবাসনের  ব্যবস্থা করণ

আদালত হতে আগত বন্দিদের শ্রেনী বিণ্যাস করতঃ বন্দিদের ধরণ অনুযায়ী ওয়ার্ড/সেলে বন্দিদের যথাযথ আবাসনের ব্যবস্থা গ্রহন করা গ্রহন হয়।

--

বিনামুল্যে

বন্দি কারাগারে আসার পর সর্বোচ্চ ২ ঘন্টা

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

5.

বন্দিদের প্রয়োজনীয় মালামাল সরবরাহ করণ;

দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন- কম্বল, থালা-বাটি, সাবান ইত্যাদি সরকারি খরচে বন্দিদের নিকট সরবরাহ করা হয়।

--

বিনামুল্যে

সর্বোচ্চ ৩০ মিনিট

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

6.

বন্দিদের চিকিৎসা প্রদান

কারাগারে  আগত নতুন  বন্দিদের আসার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কোন বন্দি অসুস্থ থাকলে তাকে সাথে সাথে  চিকিৎসা প্রদান  করা হয় এবং প্রয়োজনে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হয়। ওয়ার্ড/সেলে অবস্থানরত কোন বন্দি অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষনিকভাবে যথাযথ চিকিৎসা প্রদান  করা হয় এবং প্রয়োজনে হাসপাতালে প্রেরণ করা হয়।

--

বিনামুল্যে

তাৎক্ষনিক 

ডাঃ মোঃ মশিউর রহমান

সহকারী সার্জন,

কারা হাসপাতাল

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

7.

বন্দিদের আদালতে হাজিরা নিশ্চিতকরণ;

বন্দির আদালতে হাজিরার ধার্য তারিখের পূর্বেই বন্দিকে তার হাজিরার দিন তারিখ সম্পর্কে অবহিত করা হয় এবং নির্ধারিত হাজিরার তারিখে বন্দিদের আদালতে হাজিরের ব্যবস্থা গ্রহন করা হয়।

আদালত হতে প্রাপ্ত ওয়ারেন্ট /পিডব্লিউ/সিডব্লিউ       

বিনামুল্যে

--

জেলার মোঃ ফখর উদ্দিন

 এর

সহযোগীতায়

হানিফ আহমেদ

ডেপুটি জেলার

(ভর্তি ও মুক্তি  শাখা)

ফোন নম্বর-02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

8.

বন্দিদের মুল্যবান জিনিসপত্র সংরক্ষণ;

আদালত হতে কারাগারে  আগত বন্দীর  কাছে কোন মুল্যবান জিনিসপত্র থাকলে তা জেলারের নিকট সংরক্ষণ করা হয়।

--

--

--

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

9.

বন্দিদের আপীলসহ আইনী সহায়তা প্রদান;

বন্দী নিম্ন আদালতের রায়ে দন্ড প্রাপ্ত হলে উচ্চতর আদালতে ব্যাক্তিগতভাবে আপীল করতে অসমর্থ বন্দীর কারা কর্তৃপক্ষের মাধ্যমে একবার জেল আপীল করার ব্যবস্থা গ্রহন করা হয়। তাছাড়া গরীব অসহায় বন্দি যারা ব্যক্তিগতভাবে আইনজীবি নিয়োগ করতে পারে না তাদের কারা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি আইনী সহায়তায় প্যানেল আইনজীবি নিয়োগ প্রাপ্তির ব্যবস্থা গ্রহন করা হয়।

নির্ধারিত ফরমে আবেদন

বিনামূল্যে  

বিনামূল্যে জেল কোডে উল্লেখিত সময়ের মধ্যে 

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

10.

কারা ক্যান্টিনের মাধ্যমে বন্দির নিকট মালামাল/পণ্যে প্রদানের ব্যবস্থা করণ;

বাহির কারা ক্যান্টিন থেকে বন্দির আত্বীয়-স্বজন মালামাল / পণ্য কিনে বন্দির নামে কারাভ্যন্তরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে পারে। কারাভ্যন্তরের কারা ক্যান্টিন থেকে বন্দি নিজে তার ব্যাক্তিগত ক্যাশে (PC) জমাকৃত টাকার মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদিত মালামাল/ পণ্য ক্রয় করতে পারেন।

পিসি কার্ড 

কারা ক্যান্টিনের নীতিমালা অনুযায়ী নির্ধারিত মূল্য

সর্বোচ্চ ০২ ঘন্টা

কারা ক্যান্টিন পরিচালনা কমিটি

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

11.

বন্দির ব্যাক্তিগত ক্যাশ(পিসি) তে টাকা জমা গ্রহণ  

ভিতর কারা ক্যান্টিন থেকে প্রয়োজণীয় মালামাল/ পণ্য ক্রয়ের জন্য বন্দির আত্মীয় -স্বজন বন্দির পিসিতে টাকা দিতে পারেন। টাকা জমা দানের পর প্রত্যেক জমাদানকারীকে রশিদ প্রদান করা হয় এবং বন্দির নামে জমাকৃত টাকা বন্দির পিসিতে জমা হয়।

নির্ধারিত ফরমে আবেদন

বিনামুল্যে

সর্বোচ্চ ৩০ মিনিট

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

12.

বন্দির ওকালতনামা স্বাক্ষর করণ               

বন্দির ওকালত নামা বাইরে সংরক্ষিত বক্সে জমা দিতে হয়। দায়িত্ব প্রাপ্ত ডেপুটি জেলারের কাছে সরাসরি জমা প্রদান করা হয়। ওকালত নামায় সংশ্লিষ্ট বন্দির স্বাক্ষর গ্রহণের পর তা আবার ওকালত নামা জমাদানকারীর নিকট ফেরত প্রদান করা হয়।

সংশ্লিষ্ট উকিল এর কাছ থেকে প্রাপ্ত ওকালতনামা

বিনামুল্যে

সর্বোচ্চ ০২ ঘন্টা

লিমা খাতুন

 ডেপুটি জেলার

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

13.

বন্দিকে জামিনে মুক্তি/ খালাস প্রদান

সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বন্দির জামিননামা/ মুক্তিনামা আসলে তা যাচাই বাছাই পুর্বক বন্দিকে জামিনে মুক্তি / খালাস প্রদান করা হয়। প্রতিদিন কারা জামিনে মুক্তি/ খালাস পাবে তা পুর্বে থেকে বাহিরে নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে প্রাপ্ত সঠিক জামিননামা/ মুক্তি নামা

বিনামুল্যে

সর্বোচ্চ ০২ ঘন্টা তবে জামিননামা সংশোধনের বা সঠিকতা যাচাই এর প্রয়োজন হলে বিলম্ব হতে পারে

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

14.

বন্দির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাকরণ

কারাভ্যন্তরে বন্দির হাতকে কর্মীর হাতে রুপান্তরিত ও বন্দির কর্মসংস্থানের উদ্দেশ্যে বন্দির আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কারাভ্যন্তরে বন্দিকে ভিন্ন ধরনের বৃত্তি মৃলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

---

বিনামুল্যে

---

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

15.

বন্দির জন্য প্রেষণামুলক গঠন মুলক ও কল্যাণধর্মী কার্যক্রম গ্রহণ

বন্দিদের অপরাধ প্রবনতা হতাশা ইত্যাদি দুর করার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা ও পরামর্শ প্রদান, খেলাধুলা ও সাস্কৃতিক বিনোদনের ব্যবস্থা গ্রহন সহ বন্দিদের জন্য ভিন্ন ধরনের প্রেষণামুলক, গঠন মুলক ও কণ্যানধর্মী কার্যক্রম গ্রহণ করা হয়।

---

বিনামুল্যে

--

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

16.

কারা পণ্য বিক্রয়

----------

---

-------

--------

---------

17.

উপ- আনুষ্ঠানিক শিক্ষা

কারাভ্যন্তরে নিরক্ষর বন্দিদের স্বাক্ষরতা অর্জন ও ধর্মীয় শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়োগকৃত শিক্ষকের মাধ্যমে উপ- আনুষ্ঠানিক শিক্ষা সেবা প্রদান করা হয়।

নির্ধারত ফরমে আবেদন

বিনামুল্যে

বন্দির আগমনের পরদিন হতে

----------

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

18.

বোর্ড পরীক্ষা অংশগ্রহনের ব্যবস্থা করণ               

কারাভ্যন্তরীন বন্দির মধ্যে যারা এস এস সি বা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কারাগারে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হয় ।

নির্ধারত ফরমে আবেদন,

আদালত ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন

বিনামুল্যে

বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক রুটিন অনুযায়ী

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

মোঃ ফখর উদ্দিন

 জেলার(ভারপ্রাপ্ত)

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

19.

তথ্য সরবরাহ

জেল সুপার বরাবরে বন্দির আত্মীয়-স্বজন অথবা অন্য কোন ব্যাক্তির আবেদনের প্রেক্ষিতে বন্দির সাজা, কারাবাস, কারা ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য (যা কারা নিরাপত্তা বিঘ্নিত করবেনা) সরবরাহ করা হয়। প্রতি কার্যদিবসে এ সংক্রান্ত আবেদন সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইলে প্রেরণ করা যায়। 

তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা-২০০৯ এ নির্দেশিত ফরমে অথবা সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামুল্যে; যেসব তথ্য সরবরাহে সরকারী অর্থ খরচ হয় ক্ষেত্রে নির্ধারিত অর্থ প্রদান করতে হয়।

আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com


20.

বিশেষ রেয়াত মঞ্জুর     

কারা বন্দিদের কারাগারে আচার-আচরণ এর উপর ভিত্তি করে জেলকোডে নির্ধারিত সময় পর পর কারা মহাপরিদর্শকের বরাবর বন্দিদের বিশেষ রেয়াত মঞ্জুরের জন্য নির্ধারিত ফরমে সুপারিশ প্রেরণ করে থাকে।

কারা কর্তৃপক্ষই প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে প্রেরণ করেন।

বিনামূল্যে

আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

21.

বন্দি স্থানান্তর

মামলা সংক্রান্ত,উন্নত চিকিৎসা, প্রশাসনিক বা অবস্থানের কারণে বন্দিদের এক কারাগার হতে অন্য কারাগারে বদলি/স্থানান্তর করা হয়। বন্দি তার আত্মীয় অথবা কারাগার হতে বদলির আবেদনপত্র পাওয়ার পর এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়।

বন্দি কর্তৃক কারা কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন অথবা বন্দির আত্মীয় স্বজন কর্তৃক নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করতে হবে          

বিনামূল্যে  

আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

22.

বন্দি পুর্নবাসন ও কল্যাণ

কারাগারে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বন্দিদের মুক্তির পর সমাজে পুর্নবাসনের লক্ষ্যে কর্মসংস্থান খুজে পেতে সহায়তা প্রদান করা হয় অর্থাৎ সমাজসেবা/যুব উন্নয়ন/অন্যান্য সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষ/পরোক্ষ সহায়তা প্রদান করা হয়।

বন্দি বা তার আত্মীয় স্বজন কর্তৃক নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামূল্যে

আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com


2.2) প্রাতিষ্ঠানিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম, পদবি, ফোন ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

1

কারাগার পরিদর্শন

কোন সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কারাগার পরিদর্শন করতে চাইলে সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে সম্বোধন পূর্বক কারা অধিদপ্তরে আবেদন করতে হয়। মন্ত্রণালয় ও কারা অধিদপ্তর কর্তৃক অনুমোদন সাপেক্ষে কারাগার পরিদর্শন করতে দেওয়া হয়।

মন্ত্রণালয়/কারা অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র

বিনামূল্যে

অনুমোতি পত্রে উল্লেখিত

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

2

শিক্ষা ও গবেষণা         

গবেষণা ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত কাজে কারাভ্যন্তরে কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা কারা অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়।

মন্ত্রণালয়/কারা অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র

বিনামূল্যে

অনুমোতি পত্রে উল্লেখিত সময়ে

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com







2.3) অভ্যন্তরীন সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম, পদবি, ফোন ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

1.

বিভিন্ন প্রকার ছুটি মঞ্জুর

কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে অর্জিত ও শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা হয়।

নির্ধারিত ফরমে/সাদা কাগজে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।

বিনামূল্যে

আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ১৫ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com


2.

চিকিৎসা সেবা প্রদান

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ অসুস্থ হলে তাৎক্ষনিকভাবে কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।

--

বিনামূল্যে

তাৎক্ষনিকভাবে

ডাঃ মোঃ মশিউর রহমান

সহকারী সার্জন,

কারা হাসপাতাল

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

3.

পোষাক-পরিচ্ছদ প্রদান

পোশাক নীতিমালা অনুযায়ী কারা কর্মচারীদের কিট বহি মোতাবেক প্রাপ্যতা সাপেক্ষ্যে পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয় ।

কিট বহি

বিনামূল্যে

কিট বহি জমাদানের পর সর্বোচ্চ ০৩ দিন

লিমা খাতুন

 ডেপুটি জেলার

ফোন নম্বর 02477788002

ই-মেইলঃ jailsuperchuadanga@yahoo.com

4.

পিআরএল ও পেনশন মঞ্জুরি প্রদান

কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক পিআরএল ও পেনশন মঞ্জুরি প্রদান করা হয় ।

যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে ।

বিনামূল্যে

আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ০৭ দিন

জনাব দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম

জেল সুপার (ভারপ্রাপ্ত)

মোবাইল নম্বর ০১৭৬৯৯৭০680

ফোন নম্বর 02477788002

jailsuperchuadanga@yahoo.com

 

                             3) আপনার কাছে আমাদের প্রত্যাশা

 

ক্রমিক

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

০১

স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান

০২

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা।

০৩

স্বাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা।

০৪

সঠিক ঠিকানা প্রদান।

০৫

আবেদনে নাম ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করা।

০৬

নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করা।




4) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)

ক্রঃ

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা 

1

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান করতে না পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

অসীম কান্ত পাল

কারা উপ-মহাপরিদর্শক

খুলনা বিভাগ, সদর দপ্তর,যশোর

মোবাইল-০১৭৬৯-৯৭০৬০০

ফোনঃ ০২-৪৭৮৮৫০০৮০

ই-মেইল-digprisons.khulna@gmail.com

৩০ কার্যবিদস (সাধারণ ৪০ কার্যদিবস তদন্তের উদ্যোগ গৃহীত হলে)

2

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

আপিল কর্মকর্তা

কর্নেল শেখ সুজাউর রহমান

অতিরিক্ত কারা মহাপরিদর্শক

মোবাইলঃ 01769970001

ফোনঃ 02-573000222

২০ কার্যদিবস

3

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ

ব্যবস্থাপনা সেল

সচিব (সমন্বয় ও সংস্কারক)

মন্ত্রিপরিষদ বিভাগ

উপসচিব (বাজেট-শাখা)

সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মোবাইলঃ 01731541390

ফোনঃ +880-2-55101147

ই-মেইলঃ budget2@ssd.gov.bd

6০ কার্যদিবস

                                                                  


                                                                                                                                                         



                                                                            

(দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম)

জেল সুপার (ভারপ্রাপ্ত)

জেলা কারাগার, চুয়াডাঙ্গ