নবাগত বন্দী সংক্রান্ত :
- আদালত হতে আগত বন্দীদের সম্মানে গ্রহণ করা হয় এবং শ্রেণী বিন্যাস করে স্থান বরাদ্দ করা হয়, কারাগারে তাদের অধিকার ও আইনকানু সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে তাদের উজীবিত করা হয়।
- তাদের ব্যক্তিগত মালামাল হেফাজত করা হয় এবং প্রয়োজনে চিকিৎসা সেবা দেয়া হয়।
- নির্ধারিত তারিখে আদালতে প্রেরণ করা হয়।
- তারিখ না থাকলে সংগ্রহপূর্বক আদালতে হাজিরার ব্যবস্থা করা হয়।
- হতদরিদ্র বন্দীদের বিনা খরচে উকিল পাওয়া/আইনগত সহায়তা প্রদান করা হয়।
বন্দীদের সাথে দেখা স্বাক্ষাত :
- সাধারণত হাজতীগণ ১৫ দিনে ১ বার কয়েদীগণ মাসে ১ বার আত্মীয়-স্বজনের সাথে দেখা করার সুযোগ লাভের অধিকারী, তবে বিশেষ ক্ষেত্রে সময়সীমা শিথিল যোগ্য।
- ডিটেন্যু ও নিরাপদ হেফাজতীদের সাথে দেখা করতে জেলা ম্যাজিস্ট্রেট/আদালতের অনুমতি লাগে।
- সাক্ষাতের সময় সর্বোচ্চ ৩০ মিনিট এবং সর্বোচ্চ ০৫ জন একসাথে একজনের সাথে দেখা করতে পারেন,উকিলের সাথে সাক্ষাতে অগ্রাধিকার দেয়া হয়, বন্দীদের জন্য দেয়া মালামাল যথাযথভাবে পৌছানো হয়।
- মোবাইল বা কোন নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাত কক্ষে প্রবেশ করা যায় না।
- সুলভে/নির্বিঘ্নে বন্দীদের দ্রব্যাদি সরবরাহের লক্ষ্যে কারা এলাকায় ক্যান্টিন/দোকান আছে। প্রয়োজনীয় দ্রব্যাদি সেখান থেকে ক্রয় করে বন্দীদের সরবরাহ করা যায়।
বিশ্রামগারের ব্যবস্থা :
- কারা এলাকায় প্রবেশ পথের পাশে বিশ্রামগার রয়েছে। সেখানে পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা আছে।
- অফিসে কোন সংবাদ পৌছাতে হলে অনুসন্ধানের সাহায্য নিন।
পিসিতে টাকা জমাদান :
- বন্দীদের ব্যক্তিগত তহবিলে টাকা জমা রাখার সুযোগ রয়েছে এবং ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে টাকা জমা দেয়া যায়।
- কারাগারে বন্দীর পিসি ছাড়া অন্য কোন কাজে অর্থ গ্রহণের সুযোগ নাই। বন্দীর পিসিতে অর্থ জমা দিলে সমপরিমাণের রশিদ দেয়া হয়।
ওকালতনামা স্বাক্ষর :
- ওকালতনামা জমা দিতে কারাগারের প্রধান ফটকের সামনে বাক্স রাখা আছে।
- নির্ধারিত সময় অন্তর ওকালতনামা স্বাক্ষরান্তে বন্দীর কৌশলী/আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।
- ওকালতনামায় বন্দীর স্বাক্ষরের জন্য টাকা লাগেনা।
মুক্তি সংক্রান্ত :
- সাজা শেষে /জামিনে মুক্তিযোগ্য বন্দীর তালিকা প্রধান ফটকের সামনে নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়।
- মুক্তির আদেশে ভুল থাকলে ঐ নামের তালিকা বাহিরে টাঙ্গিয়ে দেয়া হয় এবং লাউড স্পিকারের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
বন্দীদের সাথে আচরণ ঃ
- বন্দীদের সাথে কারাগারে মানবিক আচরণ করা হয়। এখানে তাদের মৌলিক মানবাধিকারসমুন্নত, তবে শৃক্সখলা বজায় রাখার জন্য তাদের পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়।
- কারাগারে নিয়ম শৃক্সখলা ভঙ্গজনিত অপরাধ ছাড়া অকারণে শাস্তি দেয়া হয় না।
- কারা বিধি অনুসারে প্রাপ্যতা অনুযায়ী বন্দীদের খাবার, আবাসন নিশ্চিত করা হয়।
চিকিৎসা :
- অসুস্থ বন্দীদের কারা হাসপাতালে প্রয়োজনীয় চিকিতসা দেয়া হয়। প্রয়োজনে বাহির হাসপাতালেও প্রেরণ করা হয়।
- মাদকাসক্ত বন্দীদেরকে আলাদা করে চিকিতসা দেয়া হয়।
- সর্বক্ষণিক একজন সহকারী সার্জন ও একজন ডিপ্লোমা নার্স দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লাইব্ররেী ঃ বন্দীদরে জন্য কারাভ্যান্তরে লাইব্ররেীর ব্যবস্থা রয়েছে। কারাভ্যন্তরে প্রবশেে নষিদ্ধি এমন বই ছাড়া সকল ধরণরেই বইপত্র রয়েছে। যা পড়ে বন্দীগণ জ্ঞান র্অজন করতে পারে।
প্রশিক্ষণ :
- গার্ডিং ষ্টাফদের জন্য ০৬ মাসে মৌলিক প্রশিক্ষণ।
- গাডিং ষ্টাফদের প্রতি বছর শীতকালীন ফায়ারিং অনুশিলন।
- দৈনিক ও সাপ্তাহিক পিটি প্যারেড।
- আকস্মিক এলার্ম / মহড়ার ।
- ষ্টাফদের মাসিক দরবার।
- শিক্ষাগত যোগ্যতা/দক্ষতা/অভ্যাস/জীবনযাত্রার প্রকৃতি ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন পেশায় বন্দীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে সাজা শেষে কর্মসংস্থান হয়।
কল্যাণমূলক কার্যক্রম :
- নিরক্ষর বন্দীদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং শিক্ষিত বন্দীদের জ্ঞান চর্চার সুযোগ রয়েছে।
- প্রাথমিক তথ্য জ্ঞানদানের পাশাপাশি মরণব্যাধি এইডসের ভয়াবহতা/প্রতিরোধ সম্পর্কে বন্দীদের সচেতন করা হয়।
- বন্দীদের স্ব স্ব ধর্ম প্রতিপালনের ব্যবস্থা রয়েছে।
- দরবারের মাধ্যমে বন্দীদের সমস্যা শ্রবণ করা হয় এবং সমাধানের ব্যবস্থা করা হয়।
- চিত্তবিনোদনের ব্যবস্থা যেমন- টিভি, রেডিও, ক্যারাম, ভলিবল ও লুডু খেলার ব্যবস্থা রয়েছে।
- বন্দীদের চরিত্র সংশোধনের জন্য মোটিভেশনাল ক্লাস চালু রয়েছে এবং নানাবিধ প্রেষণামূলক কাজ যেমন- টেলিভিশন/ফ্রিজ/রেডিও/ফ্যান/চার্জার লাইট মেরামত ইত্যাদি।
- কারাগারের ভিতরের ক্যান্টিনে সুলভে জিনিসপত্র পাওয়া যায়।
- বিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দীগণ নিজ জেলার কারাগারে স্থানান্তরিত হতে পারে।
- ভাল আচরণ, কারাগারের নিয়মশৃক্সখলা পালন, প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণদানে এবং শ্রমের বিনিময়ে সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদের সাজার ১ অংশ বা ক্ষেত্রভেদে তারও বেশি সাজা হ্রাসের সুযোগ রয়েছে।
কারা বাগানে উৎপাদিত দ্রব্যের : স্বল্প পরিসরের যে চাষযোগ্য জমি এ কারাগারের ভিতরে রয়েছে তাতে বিবিধ মৌসুমি শাক সবজি উৎপাদন করা হয়। যা বন্দীদের খাদ্য হিসেবে ব্যবহার করে সরকারের ব্যয় সংকোচনে ভূমিকা রাখা হয়। উৎপাদিত ফসলের মধ্যে রয়েছে-বিভিন্ন প্রকার শাক যেমন-লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক ইত্যাদি। টমেটো, গাজর, ফৃলকপি, বাধাকপি, মুলা, বেগুন, ঢেড়স, ডাটা ইত্যাদি সবজি এ কারাগারের জমিতে উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম।