Wellcome to National Portal
Main Comtent Skiped

ইনোভেটিভ কার্যক্রম

১। বন্দিদের মানসিকতা রিফ্রেশ করা ।

২। বন্দিদের কে অপরাধ করাকে ঘৃনা করা শিখানো ।

৩। কারাগারের বন্দিদেরকে অপরাধের কূফল ও পরিনাম সর্ম্পকে দৃষ্টান্ত সহকারে বিস্তারিত বোঝানো হয়।

৪। নিরক্ষর বন্দিদেরকে সাক্ষর জ্ঞান সহ প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

৫। ইসলামি ফাউন্ডেশন এর মাধ্যমে বন্দিদের কে ধর্মীয় শিক্ষা দেয়া হয়।

৬। সমাজ সেবার মাধ্যমে মহিলা বন্দিদের সেলাই প্রশিক্ষন দেয়া হয়।

৭। বন্দিদের জিকির আজগার ও মিলাদ মাহফিল করানো হয়।

৮। কারাবন্দিদের কৃষিকাজের প্রশিক্ষন দেয়া হয়।

৯। আগ্রহী কারাবন্দিদের চুল কাটার প্রশিক্ষন দেয়া হয়।

১০। অসুস্থ্য বন্দিদের সেবার ব্যবস্থা নেয়া হয়।

১১। কারা বিধি ও ধর্মীয় অনুশাষন মানার জন্য দরবারের মাধ্যমে উপদেশ দেয়া হয়।

১২। কারাবন্দিদের মানসিক বিকাশের জন্য পিটি খেলাধুলার ব্যাবস্থা করা হয়। যেমন দাবা, লুডু ,ভলিবল,   ক্যারাম, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি।

১৩। বন্দিদের দ্রত সাক্ষাতের ব্যাবস্থা করা।

১৪। আগ্রহী বন্দিদের পত্যাহ সংগীত এর রেওয়াজ করানো হয়।  

১৫। বন্দিদের ফুলচাষের প্রশিক্ষন দেয়া হয়।

১৬। ই- সেবা কার্যক্রম চালু আছে।